বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গার এসিল্যান্ডের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা 

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গার এসিল্যান্ডের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদের আয়োজনে সোমবার (২১ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরীর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এসময় মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশ্ররাফ উদ্দিন,  মাটিরাঙ্গা বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো.রহমত উল্লাহসহ মাটিরাঙ্গা উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের অফিসার, হেডম্যান, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বিদায়ী মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ফুলেল শুভেচ্ছা ও হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলেদেন।

টিএইচ